১.-- দোস্ত দেশের যা অবস্থা ধান্ধা- মান্ধা তো সব বন্ধ।-- শালার খালেদা যা শুরু করছে। সরকার পইড়া গেলে তো পলান লাগবো।-- হ দোস্ত যে ক’দিন আছি আরো কিছু কামানো লাগবো-- বিদেশ যাইবার পয়সা তো অন্তত তুলতে হইবো-- আমার মাথায় একখান জোশ বুদ্ধি আইছে।-- কি বুদ্ধি দোস্ত?-- শিবির ধরায়া দিমু। লাখ টাকা পামু।-- আরে শিবির কই থাকে এডা তার বাপেরাই জানে না, তুই ক্যামনে বাহির করবি।-- আরে বেটা ! তোর মাথায় একটু ঘিলু কম আছে। জীবনে কোন সলিড কাম করছি বলে তো আমার জানা নাই। এটা সলিড...
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০১৫
বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০১৫
অনিবার্য বিপ্লব
(শহীদ মোল্লাহ আব্দুল কাদের রাহিমাহুল্লাহ স্মরনে)আমার সমগ্র সত্তা আজ হাহাকার করছেনা, কোন নারীর জন্য নয়।কোটি কোটি টাকার সম্পত্তির জন্য নয়এক সর্বাত্মক বিপ্লবের জন্য।আমার চোখ দুটো আজ সূর্য দেখছেএক বিপ্লবস্নাত সোনালী সূর্যআমার এতদিনকার স্বপ্ন গুলো গতি হারিয়ে ফেলছেএলোমেলো হয়ে বলছে, বিপ্লব চাই ! বিপ্লব !!আমার শ্রবনেন্দ্রিয় চিৎকার করে বলছেআমি আর পারছি নাআমি শুনতে পাচ্ছি, আমি শুনতে পাচ্ছি।এক অনিবার্য বিপ্লবের প্রতিধ্বনি।আমার নাসারন্ধ্র উন্মাদের মত বলছেআমি...